প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![তরপুরচণ্ডী ইউনিয়নে শীতার্তদের মাঝে শিক্ষামন্ত্রীর কম্বল বিতরণ](/assets/news_photos/2022/12/31/image-27812.jpg)
চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তরপুরচণ্ডী তেতুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
কম্বল বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। এই শীতে একটি মানুষও যেন শীতার্ত হিসেবে কষ্ট না পায়, সেদিকে তার নজর রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। এদেশের মানুষের সুখে-দুঃখে সব সময় আওয়ামী লীগ পাশে ছিলো, আছে এবং থাকবে।
ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসেন, তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর ছেলের আকিকা অনুষ্ঠানে যোগদান দেন।
তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়।