প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গ্রুপ সভাপতি ও স্কাউট ইউনিট লিডারগণের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা গতকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা কমিশনার শামসুল আমিন, আঞ্চলিক উপ-কমিশনার, স্ট্রাটেজিক প্লানিং ও গ্রোথ আলম আরা শাফি, জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, মতলব উত্তর উপজেলা কমিশনার শুভরঞ্জন বিশ্বাস, মতলব উপজেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অতিথিবৃন্দ উক্ত ট্রেনিং প্রোগ্রামে সকল প্রধান শিক্ষক ও ইউনিট লিডারগণ অংশগ্রহণ করেন।