প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম উদ্বোধন](/assets/news_photos/2022/12/30/image-27784.jpg)
মতলব দক্ষিণ ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম উদ্বোধন হয়েছে। ২৮ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং ইংরেজি শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশ্রাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, মোঃ জহিরুল ইসলাম গাজী, মোঃ কবির হোসেন প্রধানীয়া ও মোঃ মোস্তফা গাজী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তপন চক্রবর্তী, কাজী মোঃ শহিদ উল্লাহ, মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ কামরুল ইসলাম।