প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![কর্মময় জীবনের মধ্যে দিয়েই মানুষ মৃত্যুর পর বেঁচে থাকে](/assets/news_photos/2022/12/30/image-27782.jpg)
পুরাণবাজার শ্রীশ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর আখড়া কমিটির আয়োজনে চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী পুরাণবাজার আনন্দময়ী হার্ডওয়ারের স্বত্বাধিকারী সুরেষ চন্দ্র দাসের স্মরণ সভা ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় আখড়া প্রাঙ্গণে ব্যবসায়ী, ব্রোকার ও সুধীজনদের ব্যাপক উপস্থিতে অনুষ্ঠিত স্মরণ-সভায় চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, আমাদের জীবনে মৃত্যুই পরম সত্য। সকলকেই একদিন আগে পরে যেতে হবে। হারাতে হবে আমাদের মা, বাবা, পুত্র, কন্যাসহ আপনজনদের। স্বল্প সময়ের জন্যে বিধাতা আমাদেরকে পৃথিবীতে পাঠান আবার আমার ইচ্ছের বিরুদ্ধেই আমাকে পৃথিবী থেকে চির বিদায় করে দেন। এই স্বল্প সময়ে আমরা যা কিছু অর্জন করি তা সকলই আমার আমার বলে দাবি করি। কিন্তু যদি ভাবি তাহলে অবশ্যই স্বীকার করতে হবে, আসলে আমার বলে যা দাবি করছি তার কিছুই আমার নয়। আমার বলতে যা থাকবে তা হলো, আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, কতটুকু মানুষের কল্যাণের জন্য করতে পেরেছি। আমাদের সকলেরই উচিত কিছু না কিছু ভালো কাজ করা। আমার কর্মময় জীবনের মধ্যে দিয়েই আমি মৃত্যুর পর বেঁচে থাকবো। মানুষ আমাকে কিছু সময়ের জন্য মনে রাখবে। আমি কোনো ধর্মের ছিলাম তা ভেবে কিন্তু কেউ আমাকে মনে রাখবে না। প্রয়াত সুরেষ চন্দ্র দাস একজন ভালো মানুষ ছিলেন, ছিলেন একজন ভালো ব্যবসায়ী। স্মরণসভার আয়োজন করায় তিনি গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়া কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পুরাণবাজার শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শিমুল সাহা, পুরাণবাজার বারোয়ারী দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মানিক সাহা, মেসার্স নারায়ণ স্টোরের স্বত্বাধিকারী গোবিন্দ সাহা, প্রয়াতের ব্যবসায়িক পার্টনার নির্মল চন্দ্র পাল প্রমুখ।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রমোদ দাস, টিটু সাহা, সুবল পোদ্দার, নেপাল সাহা, লিটন সাহা, অতীন্দ্র সাহা, দীপু ধর, সবুজ পোদ্দার, মানিক পাল, অন্তর সাহা অনু, সমীর ঘোষ, আশীষ দেবনাথ, রামু সাহা, পুরাণবাজার ব্রোকার এসোসিয়েশনের অনিল চন্দ্র দে অনু, কানাই সাহা, শংকর পোদ্দার প্রমুখ।
প্রার্থনা সভা পরিচালানা করেন গৌর নিত্যানন্দ মহাপ্রভু আখড়ার অধ্যক্ষ অনিক চক্রবর্তী। প্রয়াতের ছেলে সীমান্ত দাস তার বাবার হয়ে সকলের কাছে আশীর্বাদ কামনা করেন। উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর বুধবার ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুরেষ চন্দ্র দাস পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে বৈকুণ্ঠধামে গমন করেন (দিব্যান লোকানস্ গচ্ছতু)।