প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শনিবার হযরত মাদ্দাহ্ খাঁ (রঃ)-এর বার্ষিক উরছ মাহফিল](/assets/news_photos/2022/12/29/image-27751.jpg)
আসছে শনিবার (৩১ ডিসেম্বর) ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জস্থ ঐতিহ্যবাহী হযরত মাদ্দাহ্ খাঁ (রঃ)-এর বার্ষিক উরছ শরীফ মাহফিল উপলক্ষে ওয়াজ, জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন বাদ জোহর হতে অনুষ্ঠিত মাহফিলে দেশবরণ্যে পীর মাশায়েখ ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন মাজিদ ও হাসিদের আলোকে আলোচনা পেশ করবেন।
প্রতিবছরের ন্যায় হযরত মাদ্দাহ্ খাঁ (রঃ) মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক এ মাহফিলে দলে দলে যোগদান করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন কাজী রিয়াজ উদ্দিন (হযরত মাদ্দাহ্ খাঁ (রঃ) মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ) এস্টেটের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম। ইতিমধ্যে উরছ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
যারা মাহফিলের আয়োজনে টাকা, পয়সা ও তাবররুকের জন্য গরু, ছাগল, চাল, তেল, মশল্লা, পেঁয়াজ, রসুনসহ ইত্যাদি দিয়ে শরীক হতে চান তারা আজকের (বৃহস্পতিবার) মধ্যে মসজিদ ও মাজার শরীফ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে রসিদ গ্রহণের আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।