প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুলের শারীরিক সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগ দিয়ে ফেরার পথে পায়ের গোড়ালিতে আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন। তাঁর সুস্থতার জন্য ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফউল্লা সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, দপ্তর সম্পাদক মিজান মুফতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য আলী নূর বেপারী, মাহফুজ সিকদার, ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, পৌর যুবলীগ নেতা ওমর খান, হারিছ খান, মিল্টন, মুছা বেপারী, সাগর প্রধান, আরিফ সিকদার, সবুজ বেপারী, হারুন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈকত বেপারীসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।