প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শাহতলীতে দু’টি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ](/assets/news_photos/2022/12/29/image-27749.jpg)
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল ২৮ ডিসেম্বর (বুধবার) বেলা সাড়ে ১১টায় প্রথমে উত্তর শাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, আজকের দিনটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা আজ তোমাদের পরীক্ষার ফলাফল হাতে পাবে। এ বিদ্যালয়টি আমাদের এলাকার জন্য গর্বের। ১৯৪৮ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তিনি নারী শিক্ষার জন্যই এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। এর সুফল তোমরা এখন পাচ্ছ। প্রতিষ্ঠানগুলোর এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষার শতভাগসহ ফলাফল অনেক ভালো। এটি তোমাদের কষ্টের ফসল। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনেক আন্তরিক ও দক্ষ। এ বিদ্যালয়গুলোতে যারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়, তাদেরকে আমার তরফ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করে থাকি। আমি চাই যারা ভর্তি হয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে স্কুুল ড্রেস দিবো। অর্থের কারণে যারা লেখাপড়া করতে পারো না, তাদের পাশে আমি আছি। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিংয়ের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগকে সবসময়ই পাশে পাচ্ছি।
এরপর দুপুর সাড়ে ১২টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়।
জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তাহমিনা আক্তার, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার মিসেস ফিরোজা বেগম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রবিউল আউয়াল খান, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুননেছা, সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মাওলানা আব্দুল মান্নান, কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উবির কম্পিউটার অপারেটর মাওলানা মামুন, মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহায়ক মোঃ হযরত আলীসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর নিকট বার্ষিক পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ফলাফল কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিহা আনহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন উদ্দিন এবং সভাপতির বক্তব্য রাখেন উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।