বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

উদ্বোধনীতে নারায়ণগঞ্জের সাথে ড্র চাঁদপুর সোনালী অতীত ক্লাবের
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ঢাকায় কনফিডেন্স গ্রুপ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ড্র হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশের ১২টি ক্লাব। আয়োজনে ও ব্যবস্থাপনায় রয়েছে সোনালী অতীত ক্লাব ঢাকা। টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।

বুধবার (২৮ ডিসেম্বর) প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় অংশ নেয় নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাব। খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদপুর দলের গোলকিপার আমিন মোল্লা।

বুধবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁদপুরের দলটি লড়বে সোনালী অতীত ক্লাব বগুড়ার সাথে।

উদ্বোধনী ম্যাচে দু’দলই সাবেক ফুটবলারদের নিয়ে মাঠে নামেন। নারায়ণগঞ্জের সাবেক ফুটবলার গাউস, জাকির, স্বপন, সজীব সহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা নারায়ণগঞ্জের সাবেক খেলোয়াড়রা চাঁদপুর দলের সাথে খেলতে নামেন। দু’দলেরই খেলোয়াড়রা মাঠে আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের খেলা উপহার দেন।

চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন : কোচ বোরহান খান, টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন। খেলোয়াড় : মনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, আমিনুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম পিন্টু, আনোয়ার হোসেন মানিক, তপন চন্দ, জসিমউদ্দীন পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল, ওয়াহিদুর রহমান লাবু, সোহেল রানা সোহাগ, বিএম হারুনুর রশীদ, জাহাঙ্গীর গাজী, এমদাদ মজুমদার, আনোয়ার মাঝি, মশিউর রহমান, নূরুল আমিন আকাশ, আব্দুল হালিম তুহিন, গোলাম কাদের মুকুল, হানিফ বকাউল, মনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ফারুক, জিন্নাহ ও আলমগীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়