প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![আগামীকাল রাধামুরারিমোহন জিউর মন্দিরে চৌষট্টি মহান্তের ভোগ আরাধনা](/assets/news_photos/2022/12/29/image-27746.jpg)
চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ প্রমত্তা মেঘনার পাড় ঘেঁষে গড়ে উঠা দৃষ্টিনন্দন শ্রীশ্রী রাধা মুরারিমোহন জিউড় মন্দিরে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে চৌষট্টি মহান্তের ভোগ আরাধনা। অনুষ্ঠিত হবে মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানাদি। এ উপলক্ষে আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তুলশী মহারাণীর আরতী, সন্ধ্যাকালীন স্তুতিপাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, রাত ৯টায় নর-নারী সমবেত হয়ে গঙ্গা আবাহন শেষে প্রতিষ্ঠবার্ষিকীর শুভ অধিবাস পূর্বক মাঙ্গলিক ঘট স্থাপন ও প্রসাদ বিতরণ। পরদিন ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় দীক্ষা দান অনুষ্ঠান, শ্রীশ্রী গুরু পূজা, দুপুর ১২ টায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রী রাধা মুরারি মোহন ও জগন্নাথদেব, বলদেব, শুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন। দুপুর সাড়ে ১২টায় চৌষাট্টি মহান্তের ভোগ দর্শন, দুপুর আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ। চৌষট্টি মহান্তের ভোগরাগ অনুষ্ঠানে পৌরহিত্যসহ শ্রীমদ্ভাগবত পাঠ করবেন ভারতবর্ষের শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রীশ্রী রাধামুরারিমোহন কুঞ্জের অধ্যক্ষ শ্রীল অষ্টোত্তরশত শ্যাম সুন্দর দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের বিনম্র উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মন, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ।
উল্লেখ্য, গৌড়ীয় বৈষ্ণব সমাজের মুকুটমণি পরম পূজ্যপাদ গুরুদেব ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলের চারি সম্প্রদায়ের শ্রী মহান্ত, কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর এবং শ্রীশ্রী রাধামুরারিমোহন কুঞ্জ, শ্রীধাম বৃন্দাবনের ভূতপূর্ব মহান্ত শ্রীল অষ্টোত্তর শত মুরারীদাস বাবাজী মহারাজ ইচ্ছানুযায়ী শ্রীশ্রী রাধামুরারিমোহন জিউড় মন্দির প্রতিষ্ঠিত হয়।