প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মমিনপুর মাদ্রাসার সাবেক মোহতামিম খালেদ বিন মুহসিনের ইন্তেকাল](/assets/news_photos/2022/12/29/image-27742.jpg)
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর মুহসিনিয়া হাফেজিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ খালেদ বিন মুহসিন (৬৫) ২৭ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি হচ্ছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মুহসিন (রঃ)-এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, ভাই, বোনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বাদ যোহর মমিনপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হযরত মাওলানা হাফেজ মোঃ ছাবের আহমেদ। জানাজার নামাজে বিভিন্ন স্থান থেকে আলেম, পীর-মাশায়েখ, বিভিন্ন পেশার লোকজন ও এলাকাবাসীসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে মানুষ শোকাহত হয়ে পড়েন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।