প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে স্ত্রীকে নির্যাতনের খবর শুনে স্বামীর মৃত্যু](/assets/news_photos/2022/12/29/image-27741.jpg)
ফরিদগঞ্জে বৃদ্ধ স্ত্রী মনোয়ারা বেগমকে শারীরিক নির্যাতনের খবর শুনে মারা গেছেন স্বামী আবদুল লতিফ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের ধারণা। এদিকে হাসপাতালে স্ত্রীর চিকিৎসা যখন চলছিল, তখন স্বামীর দাফন সম্পন্ন হয়। হৃদয়বিদারক এমন ঘটনা ঘটে গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মিঞা রাজা মিজি বাড়িতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে স্ত্রীকে নির্যাতনের এ ঘটনা ঘটে।
জানা গেছে, পশ্চিম লাড়ুয়া মিয়া রাজা মিজি বাড়ির আবদুল লতিফ (৮০) ও রহমত উল্লাহ (৫২)-এর বসতঘর পাশাপাশি। মঙ্গলবার সন্ধ্যার পর দুই ঘরের মাঝখানের পথ টিন দিয়ে বন্ধ করে দেয় রহমত উল্লাহ। পরে আবদুল লতিফের স্ত্রী মনোয়ারা বেগম ওই টিন খোলার চেষ্টা করেন। এতে রহমত উল্লাহর স্ত্রী, সন্তানসহ মনোয়ারাকে শারীরিক নির্যাতন করলে তিনি আহত হন এবং জ্ঞান হারান। এ খবর শুনে অন্য ঘরে শয়ন অবস্থায় মনোয়ারা বেগমের স্বামী আবদুল লতিফ হার্ট অ্যাটাক করে মারা যান।
আঃ লতিফের ভাতিজা হাফেজ আমিন (৫২) বলেন, ভাবীকে নির্যাতনের খবর শুনে আমার ভাই আবদুল লতিফ জোরে চিৎকার দিয়ে উঠেন। এরপর তিনি নিস্তেজ হয়ে পড়েন। ভাইয়ের নিথর দেহ চাদরে ঢেকে ভাবীকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দিয়ে রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ভাবী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়ের মৃত্যুর খবর তিনি এখনো জানেন না।
ভুক্তভোগীরা বলেছেন, দু’পক্ষের অন্তত ১০টি মামলা ও অভিযোগ বিজ্ঞ আদালতসহ বিভিন্ন বিভাগে বিচারাধীন রয়েছে। এর মধ্যে রহমত উল্লাহর দায়েরকৃত মামলার অন্তত চারটি খারিজ হয়েছে।