বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার গ্রহণ করলেন মিজানুর রহমান রানা
প্রেস বিজ্ঞপ্তি ॥

বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকা থেকে ২৩ ডিসেম্বর শুক্রবার প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার গ্রহণ করেন মিজানুর রহমান রানা। মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’র জন্যে তিনি এ পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এ সময় মিজানুর রহমান রানাসহ মোট দশজনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

পাণ্ডুলিপি পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানে প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এসএম জসিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও লেখক আবুল হায়াত। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিশু সাহিত্যিক কবি আসলাম সানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক সুজন বড়ুয়া, রম্যলেখক আহসান কবির ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ। উপস্থাপনায় ছিলেন রাশেদ রেহমান ও জেসমিন প্রিয়াংকা।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর মঙ্গলবার প্রিয় বাংলা প্রকাশনের পক্ষ থেকে বিজয়ী দশ লেখকের নাম ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী বিজয়ী দশজন লেখক হচ্ছেন : হাসান রাউফুন, নাহিদ ফেরদৌসী, আবুল কালাম আজাদ, ড. আবদুল আলীম তালুকদার, সত্যজিৎ বিশ্বাস, আহমাদ স্বাধীন, মিজানুর রহমান রানা, রেজওয়ান ইসলাম, আজহার মাহমুদ এবং জাহাঙ্গীর শাহরিয়ার।

আটটি বিষয়ে মোট দশজন লেখককে মনোনীত করেছে প্রিয় বাংলা। মনোনীত পাণ্ডুলিপিগুলো আগামী বইমেলায় বই আকারে প্রকাশ পাবে প্রিয় বাংলা প্রকাশন থেকে। লেখকরা পাবেন আনুষ্ঠানিক সম্মাননা এবং বিক্রয়োত্তর রয়্যালিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়