বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

বিজয় মেলা মঞ্চে সারদাদেবী সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী বিজয় মেলার মঞ্চে একক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হাজীগঞ্জ সারদাদেবী সংগীত নিকেতনের শিল্পী-কলাকৌশলীরা। গত ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্যাপক দর্শক উপস্থিতিতে শারদাদেবী সংগীত নিকেতনের অধ্যক্ষ বিশিষ্ট সংগঠক ও কণ্ঠশিল্পী নীহার রঞ্জন হালদারের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন সংগঠনের সংগীত প্রশিক্ষক বীরেন সাহা, কণ্ঠশিল্পী বর্ণিতা সাহা, স্বর্ণা রায়, আরধ্যা দাস, প্রত্যাশা আচার্য, আবির সাহা, অর্পা চক্রবর্তী, নীলিমা দেবনাথ, অর্পিতা বিশ্বাস, অহনা দে, অথৈ রায়, অধরা বৈদ্য, অংকিতা দে, শ্রীকান্ত দেবনাথ, সুবর্ণা বিশ্বাস, মারজুফা রহমান, অনামিকা মজুমদার ও সুচিত্রা দাস। নৃত্য প্রশিক্ষক ইভা রহমান ও আকলিমা আক্তার হ্যাপীর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন টুপুর সাহা, মেঘলা সাহা, প্রান্তিকা বসু, সৃষ্টি দেবনাথ, শ্যামা হালদার, প্রান্তি আইচ, অনুশ্রী আইচ পিউ, চৈতী সাহা তুলি, আরিশা রহমান, আরধ্যা দাস, মনিশা বিশ্বাস, হৃদি সাহা, রিয়া সরকার, তিথি দেবনাথ প্রমুখ। তবলে সহযোগিতা করেন তবল বাদক সুভাষ দাস। শিল্প নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন রজনী দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে সারদাদেবী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ নীহার রঞ্জন হালদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংস্কৃতিক চর্চাসহ সেবামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে অন্তর্ভুক্ত রেখেছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়