বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে এমএ হান্নানের শীতবস্ত্র বিতরণ
এমরান হোসেন লিটন ॥

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমএ হান্নান শিক্ষা-মানব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সকল ধরনের ড্রাইভার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, গত ৮ দিন আগে থেকে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তারই অংশ হিসেবে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা সদরে ড্রাইভার শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন। এ সময় তারা বলেন, আলহাজ্ব এমএ হান্নান প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলায় মোট ২০ হাজার কম্বল এবং সোয়েটার বিতরণের উদ্যোগ নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মাসুদ আলম, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমজাদ হোসেন শিপন, ফারুক খান, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়