বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দুদিনব্যাপী জন্মোৎসবের আজ মহোৎসব
স্টাফ রিপোর্টার ॥

প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মোৎসব উদযাপনে চাঁদপুর শহরের আদালত পাড়াস্থ স্বামী স্বরূপানন্দ পরসহংসদেবের পুন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে উৎসব। দুদিনব্যাপী জন্মোৎসবের গতকাল ২৬ ডিসেম্বর সোমবার ছিলো প্রথম দিন। এদিন আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টায় আরতি, কীর্র্তন ও অঞ্জলি প্রদান, সাড়ে ৫টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে পুরাণবাজারে বর্ণাঢ্য নগর পরিক্রমা বের করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা শীতের সকালে নেচে গেয়ে হরিওঁ কীর্তনের মধ্য দিয়ে পুরাণবাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে দাসপাড়া অঞ্জন দাসের বাড়ি গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে সকাল ১১টায় আশ্রম প্রাঙ্গণে প্রেমধ্বনী, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রীশ্রী বাবামনির পুন্য প্রতিচ্ছবি স্থাপন, বিকেল ৪টায় নীরব নাম জপ যজ্ঞ ও ব্রহ্মগায়ত্রী গীত ও হরিওঁ কীর্ত্তন, বিকেল ৫টায় নারীর সতীত্ব রক্ষায় স্বামী স্বরূপানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভগ্নিবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসবের অধিবাস দিবসের সমবেত উপাসনা। আজ জন্মোৎসবের দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উষা কীর্ত্তনাঞ্জলি ও হরিওঁ কীর্ত্তন, সকাল ৮টায় নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা, সকাল সাড়ে ১০ টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে নগর পরিক্রমা (সম্প্রীতি র‌্যালি), দুপুর ১২টায় বাংলাদেশের বিশিষ্ট স্বরূপানন্দ সংগীত শিল্পী মানিক রায় ও সহশিল্পীবৃন্দের পরিচালনায় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্ত্তন, সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে দুদিনব্যাপী জন্মোৎসবের শুভ সমাপ্ত। জন্মোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যৌথভাবে সকলের উপস্থিতি কামনা করেছেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, পুন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সচিব মৃনাল কান্তি দাস, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজিত কুমার দে।

২০২৩ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্র গঠন আন্দোলন দিবস। এদিন সকাল ৭টায় চাঁদপুর ঘোড়া মারা মাঠে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় অযাচক আশ্রম হতে র‌্যালিসহ চাঁদপুর অঙ্গীকারের পাদদেশে পুষ্পমাল্য প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে চরিত্র গঠন আন্দোলনের আলোচনা সভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়