বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জে বিজি মডেল একাডেমীর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি সীমান্তবর্তী এলাকায় শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় অবস্থিত ইউনাইটেড ভয়েস অব সাউথ এশিয়ান কানাডিয়ান্স অন্টারিও’র প্রেসিডেন্ট শামছুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ড। রাষ্ট্রের মেরুদণ্ড ঠিক হলে নাগরিকও ঠিক হবে। অন্যথায় ঘরের ভেতরে বাইরে দুর্ঘটনা ঘটবে। ‘সামাজিক কাজ শ্রেষ্ঠ কাজ’ উল্লেখ করে তিনি বলেন, সমাজের জন্যে কাজ করলে পরিবারসহ সকলে উপকৃত হবেন, একা ভালো থাকা যায় না। সমাজকর্মীদের স্বীকৃতি দিতে ও মূল্যায়ন করতে হবে। তাহলে সমাজকর্মীর সংখ্যা বাড়বে। সমাজ সুন্দর হলে সবাই সুন্দর হবে। তিনি বলেন, শিখতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। এ অনুষ্ঠানে এসে সবার কাছ থেকে শিখেছি। শিক্ষা হবে সম্মিলিত অংশগ্রহণের ভিত্তিতে। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুধু বিনোদন ভ্রমণ করলে হবে না, সে সঙ্গে শিক্ষা ভ্রমণও থাকতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা স্থানে যেতে হবে জ্ঞান আহরণের জন্যে। শিক্ষা প্রতিষ্ঠানের ৩০তলা ভবন থাকলে কী হবে, যদি সেখানে প্রায়োজনীয় শিক্ষা না থাকে। অপরের সফলতা ও ভালো কাজের স্বীকৃতি এবং ধন্যবাদ দিতে হবে। ভুল করলে দুঃখিত বলতে হবে। তিনি আরও বলেন, সাগরে যেমন করে নদী মিলিত হয়, তেমনভাবে বিজি মডেল একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়)-এর মাঠে কৃষক, শ্রমিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের সকল কারিগর তথা শ্রেণি-পেশার মানুষ মিলিত হয়েছেন। ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় অবস্থিত ‘বিজি মডেল একাডেমী’ (মাধ্যমিক বিদ্যালয়)-এর প্রথম উদ্যোক্তা হুমায়ুন কবির, বনি আমিন বাবলু, অ্যাডঃ রেজাউল করিম রিয়াজ, ইসমাইল হোসেন ও খোরশেদ আলমের উদ্যোগে এ বিদ্যালয় আজ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও অসংখ্যজন। তাদের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

২৪ ডিসেম্বর শনিবার বিজিআই ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ, অভিভাবক, শ্রমিক ও সাংবাদিকগণ সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন। কয়েকশ’ অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

২০১৪ সালে উপজেলার বর্ডার বাজার এলাকায় প্রতিষ্ঠিত হয় জিবি উচ্চ বিদ্যালয়। এতে এগিয়ে আসেন স্থানীয় ভোলা গাজী বাড়ির কয়েকজন উদ্যোক্তা। তাদের ডাকে সাড়া দেয় এলাকাবাসী। ধীরে ধীরে বিদ্যালয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। বর্তমানে প্রায় দুইশ’ শিক্ষার্থীকে ১৪ জন শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করছে। অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন স্তরে বৃত্তির অংশ হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদের হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার।

সাবেক প্রধান শিক্ষক মুকবুল আহমেদ বিএসসির সভাপতিত্বে সংবর্ধিত অপর অতিথিবৃন্দ হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডঃ ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, অন্টারিও কানাডার শিক্ষক মিসেস শাহীন আক্তার ও এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, কুমিল্লার অধ্যক্ষ মোঃ মাকসুদুল আজম। বক্তব্য রাখেন অ্যাডঃ রেজাউল করিম জিল্লু, স্পেন প্রবাসী জামাল উদ্দিন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডঃ রেজাউল করিম রিয়াজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়