বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রাজারগাঁও ডাকঘরের পোস্টমাস্টার আলহাজ আব্দুস ছোবহান মাস্টার (৮৫) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার রাত পৌনে ৩টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল ২৫ ডিসেম্বর জোহরের নামাজের পর দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও ইব্রাহিমিয়া কারিমিয়া নূরানী মাদ্রাসার ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৮ মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম পাটওয়ারী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোঃ জয়নাল আবেদীন, মরহুমের ২য় ছেলে মাওঃ মোঃ মনজুর আহম্মেদ, ৩য় ছেলে ইঞ্জিঃ মুকবুল আহম্মেদ, নাতি হাফেজ মাওঃ ইয়াহিয়া ত্বকী প্রমুখ। উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের তপাদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মিজানুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান এমএ নাফের শাহ, প্রবাসীকল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, ২নং বাকিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমান, মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবীবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বকাউল, সহ-সভাপতি বাসার আহম্মেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

ইউনিয়ন বিএনপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজারগাঁও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ আব্দুস ছোবহান মাস্টারের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমান, মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবীবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বকাউল, সহ-সভাপতি বাসার আহম্মেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, যুবদল নেতা আল আমিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন, সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মোঃ ইউনুছ খানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়