প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান](/assets/news_photos/2022/12/26/image-27621.jpg)
মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ১৮তম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও সংগীত নিকেতন।
গতকাল ২৫ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সার্বিক সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, আয়েশা আক্তার রূপা, রুমা মুজিব, সমাজকল্যাণ সম্পাদক নাছরিন আক্তার প্রমুখ।
এরপর রাত ৮টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় চাঁদপুর শহরের প্রখ্যাত সংগীত প্রতিষ্ঠান সংগীত নিকেতনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিচালনায় ছিলেন স্বপন সেনগুপ্ত।