প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
![লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দোয়া ও মিলাদ](/assets/news_photos/2022/12/26/image-27617.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর রোববার বাদ আসর ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পীর বাদশা মিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মনা খা, সহ-সভাপতি শফিকুর রহমান বেপারী, আওয়ামী লীগ নেতা হাজী নান্নু শেখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী জয়নাল খান, উত্তম কুমার মজুমদার, মোঃ মনির হোসেন মৃধা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটন মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক বাবুল শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম খান, আওয়ামী লীগ নেতা ফজল খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রোস্তম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুসলিম গাজী। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জহিদুল ইসলাম।