বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

মৈশাদীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রভাতের শীতবস্ত্র বিতরণ
গোলাম মোস্তফা ॥

‘আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান’ স্লোগানকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা। চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল হলরুমে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। প্রভাত চাঁদপুর শাখার সহ-সভাপতি জুয়েল হাজীর সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব। আমার জানা মতে, হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রভাত সমাজকল্যাণ সংস্থা করোনা মহামারি থেকে শুরু করে এখন পর্যন্ত রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের জন্যে কাজ করে যাচ্ছে। এটি আসলেই প্রশংসনীয় কাজ। আমি তাদের সকলকে সাধুবাদ জানাই। তাদের মতো এমন স্বেচ্ছাসেবী সকল এলাকায় থাকলে আর সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট পেতো না।

প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার। প্রভাত চাঁদপুর শাখার কার্যকরী সদস্য মোঃ রাছেল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল। আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, কার্যকরী সদস্য আফরোজা আপনান মারিয়া, আল মাহমুদ, জনি হোসেন, আল আমিন, মোঃ জহিরুল ইসলাম, সজিব গাজী, সিয়াম পাটোয়ারী, তারেক আজিজ, মোঃ মেহেদী হাসান সাফী, মোঃ নাঈম খানসহ অন্যরা।

প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্তদের মধ্যে উষ্ণতার পরশ ছড়ানোর লক্ষ্যে মৈশাদীর স্বেচ্ছাসেবী আবির হোসেন আপি, আলী আজম খান, মোঃ সবুজ, মেহেদী হাসান শরীফ, আহমেদ শান্ত ও রিয়াদ খানের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়