প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
![সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত ॥ শোকের মাতম](/assets/news_photos/2022/12/26/image-27613.jpg)
ফরিদগঞ্জের ইসমাইল হোসেন রাসেল (৩০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেনের সেজো ছেলে। শুক্রবার সৌদি আরবে এ ঘটনা ঘটে।
নিহত রাসেলের বন্ধু রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা জানান, রাসেলের ৮ মাসের একটি পুত্রসন্তান রয়েছে। মাত্র দুই মাসের ছেলেকে রেখে সে ১০ মাস পূর্বে প্রবাসে যায়। শুক্রবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় রাসেল।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার পৌর এলাকার বাসিন্দা সরোয়ার হোসেনের ৪ ছেলের মধ্যে রাসেল তৃতীয়। প্রথমবার প্রবাস থেকে ফেরার পর করোনা মাহমারির ঝামেলা কাটিয়ে প্রবাসে আবারো যায় রাসেল।
এদিকে সন্তানের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা। রাসেলের নববিবাহিত স্ত্রীও স্বামীর মৃত্যুকে মেনে নিতে পারছেন না।