বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

ইকরা মডেল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও বার্ষিক ফলাফল প্রকাশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্টার ॥

ইকরা মডেল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও বার্ষিক ফলাফল প্রকাশ গতকাল ২৫ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় ক্যাম্পাস-১-এর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি বিদ্যোৎসাহী লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ শহীদুল ইসলাম।

একাডেমির প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আহসান উল্লাহ, কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র নজরুল ইসলাম, বিদায় বাণী পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী তাহেরা আক্তার, একাডেমির বাণী পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী সাউদা আক্তার। এ সময় অতিথিদের নিকট থেকে ফলাফল ও শিক্ষা উপকরণ গ্রহণ করেন বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, ফিরোজা বেগম, ফারজানা আরশাদ রূপা, নাজমুন নাহার, সহকারী শিক্ষক রাহিমা আক্তার, মোঃ রেজাউল করিম, নাজমুন নাহার মিলি, শাহীনা খানম, শিল্পী রাণী ঘোষ, মোঃ ইসমাইল হোসেন জাহিদ, মোঃ ফয়সাল, মোঃ আল-আমিন, সাবরিন বিনতে তাহের, শুভ্র রক্ষিত, মোঃ সাদ্দাম হোসেন হোসেন পিয়াস, অপি দেবনাথ, হ্যাপি আক্তার, নাসরিন সুলতানা, মরিয়ম খানম, নুসরাত জাহান, রুই আজমানিকা, সুমিত দত্ত প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে অভিজ্ঞ পরিচালনা পর্ষদের নেতৃত্বে এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১৮ সালে মাধ্যমিক শাখা কার্যক্রম ৬ষ্ঠ শ্রেণির মাধ্যমে শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণির কার্যক্রম চালু রয়েছে। এবারে প্রথম কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইকরা মডেল একাডেমির ১৩জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়