প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে জয়ী ফেনী জেলা](/assets/news_photos/2022/12/25/image-27585.jpg)
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩টি জেলা। দলগুলো হলো ফেনী, বাহ্মণবাড়িয়া ও নোয়াখালী।
শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয় ফেণী ও বাহ্মণবাড়িয়া জেলা দল। খেলার শুরুতে দু’দলের সাথে পরিচিতি ও খেলার বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
শনিবারের ম্যাচে প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া। তারা ২২ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ৭৯ রান করে।
ফেণী জেলা ৮০ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৪ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৮০ রান করে। ব্রাহ্মণবাড়িয়ার সাথে ফেণী ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।