প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![অ্যাথলেট জয়ীদের সাথে সাবেক অ্যাথলেট আবুল কালাম](/assets/news_photos/2022/12/25/image-27584.jpg)
ঢাকায় বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেট প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে ২৩ ডিসেম্বর থেকে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকেও ক’জন অ্যাথলেট এতে অংশ নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ অ্যাথলেট ফেডারেশনের সদস্য, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক অ্যাথলেট আবুল কালাম আজাদ এ প্রতিবেদককে জানান, প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন জেলার অ্যাথলেটরা অংশ নিয়েছেন।
গতকাল অ্যাথলেটের বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক অ্যাথলেট আবুল কালাম আজাদ। প্রতিযোগিতার আয়োজনে রয়েছেন বাংলাদেশ অ্যাথলেট ফেডারেশন।