প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শাহরাস্তিতে নুনিয়া সমাজকল্যাণ গণপাঠাগারের বৃত্তি পরীক্ষা](/assets/news_photos/2022/12/25/image-27582.jpg)
শাহরাস্তিতে নুনিয়া সমাজকল্যাণ গণপাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ফরিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ে মরহুম গোলাম মোস্তফা ও পেয়ারা বেগম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। সার্বিক সহায়তায় ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন শিবলু, জয়নুল আবেদিন জয় ও উপদেষ্টা ফারুক আহমেদ। অতিথি হিসেবে পরীক্ষা পর্যবেক্ষণ করেন নুনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, দল্টা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ, সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সিনিয়র শিক্ষক মোঃ আবুল হোসন, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম থেকে ১০ম শ্রেণির ১শ’ ৪৪ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৫ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অধ্যাপক ও ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কামরুল হাসান মিলন তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন।