প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![রাঙ্গামাটির সাথে চাঁদপুর জেলা দলের ১০ উইকেটে জয়লাভ](/assets/news_photos/2022/12/25/image-27581.jpeg)
চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে চাঁদপুর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। চাঁদপুর দলটি রাঙ্গামাটি জেলা দলের সাথে ১০ উইকেটে জয়লাভ করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থপনায় আগামীকাল সোমবার দলটি ২য় ম্যাচে লড়বে কক্সবাজারের সাথে। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশ নিয়েছে।
চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে শনিবার (২৪ ডিসেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাঙ্গামাটি। তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ১৪ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ৩৩ রান করে।
বল হাতে চাঁদপুরের পক্ষে সানজিত ১৫ রানে ৪টি ও আবরার রশিদ ৮ রানে ৪টি করে উইকেট নেন।
চাঁদপুর দল ৩৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৫ ওভার ৪ বলে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। চাঁদপুর ২য় ম্যাচ খেলবে কাল ২৬ ডিসেম্বর কক্সবাজার ও ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বান্দরবান জেলার বিপক্ষে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : আবরার রশিদ সাফি, ফারহান মাহাতাব শাওন, সৈয়দ আলম মাহাজ, আদিল আরহাম, আবদুল্লাহ আল জুবায়ের মামুন, জুবায়ের আহম্মেদ খান, আব্দুল্লা আর ফাহিম, ফারদিন হোসাইন, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, নেহাল আহমেদ, ইশতিয়াক আহমেদ, আরাফাত মাহিন ও তৌহিদুল ইসলাম। দলের কোচ শামীম আকতার ফারুকী, ম্যানেজার ফয়সাল সানি ও ট্রেইনার পলাশ কুমার সোম।