প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বাসস্ট্যান্ডে ৫ কেজি গাঁজাসহ আটক ১](/assets/news_photos/2022/12/24/image-27546.jpg)
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় আসামী মোঃ ইজানুর মন্ডল প্রঃ মারুফ (২০) (পিতা-মোঃ নিজাম মন্ডল, মাতা-মর্জিনা বেগম, স্থায়ী সাং-কেশবপুর, জাবদালী মন্ডলের বাড়ি, ৭নং ওয়ার্ড, আক্কেলপুর পৌরসভা, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট)কে ৫কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।