বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান লুটপাট ও ভাংচুরের অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥

ফরিদগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন মামলাসহ নানাভাবে হয়রানি করার পর দোকানপাট ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মৃধা।

জানা যায়, ওই গ্রামের প্রয়াত মোঃ মুখলেছুর রহমান মৃধা মারা যাওয়ার পূর্বে তার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধাকে বাড়ির সামনে তার নিজস্ব সম্পত্তিতে একটি দোকানঘর করার ব্যবস্থা করে দেন। এই সম্পত্তির উপর বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা তার অর্থায়নে ঘর নির্মাণ করেন। ওই দোকানঘরটিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন তার বড় ছেলে। কিন্তু হঠাৎ করে মুক্তিযোদ্ধার ছোট ভাই শফিকুর রহমান তাকে নানাভাবে হয়রানি শুরু করেন। তারই অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পূর্বে একদল লোক নিয়ে দোকানঘরটি ভাংচুর করে সকল আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।

বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাই আমাকে হামলা-মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। সর্বশেষ আমার দোকানটিতে ভাংচুর-লুটপাট করলো।

এ ব্যাপারে শফিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়