প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মতলবের ইন্দুরিয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ ফেব্রুয়ারি](/assets/news_photos/2022/12/24/image-27539.jpg)
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়’ শ্লোগানে ১০ ফেব্রুয়ারি শুক্রবার ২০২৩ মতলব উত্তর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে। এতে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ ‘আলোকিত ৯৫ সহপাঠী বন্ধু ফোরাম’-এর বন্ধুদের আগামী ৩০ ডিসেম্বর ২০২২-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। অনুরোধক্রমে : অ্যাডঃ তাপস চন্দ্র সরকার, সদস্য, আলোকিত ’৯৫ সহপাঠী বন্ধু ফোরাম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর, চাঁদপুর। প্রয়োজনে : ০১৮৪৬-৩৯২০৫৫।