প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মমিনপাড়ায় দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান](/assets/news_photos/2022/12/24/image-27537.jpg)
চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মমিনপাড়ায় বহরদার বাড়ি রোডস্থ দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার (নিজস্ব ক্যাম্পাস) হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের সভাপতি ও জেলা জাতীয় ইমাম সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ৭ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করে সম্মাননা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাহদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আহসান উল্লাহ নেছারী, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছান, চাঁদপুর ওছমানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মোঃ মহিউদ্দিন জাফরী, আনোয়ারা মতিউর মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী প্রমুখ।
মাদ্রাসার মুদীর হাফেজ মাওলানা মোঃ দ্বীন ইসলাম ও হাফেজ মাওঃ মোঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিলাদ কিয়াম পরিবেশন করেন। মোনাজাতের পূর্বে অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার হিফজ বিভাগ ও নূরানী বিভাগের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও মেধাবী ছাত্রদের পুরস্কার প্রদান করেন। উপস্থিত ছিলেন ছারছীনা হিফজখানার প্রধান হাফেজ মাওলানা মোঃ ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক মোল্লা, আলোর কাফেলা সামাজিক সংগঠনের সভাপতি মোঃ মামুন মিয়া, দক্ষিণ খলিশাডুলী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বাহাদুরপুরের খলিফা মাওলানা মোঃ আব্দুল খালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।