বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

অ্যাডঃ জসিম মেহেদীর বাবা ও মায়ের কুলখানিতে শেখ ফরিদ আহমেদ মানিক
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ জসিম মেহেদীর বাবা ও মায়ের কুলখানিতে অংশ নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ আইনজীবী ও অন্যরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর শহরের তেতুলতলা গাজী বাড়িতে মরহুম গাজী সিদ্দিকুর রহমান (ছিদ্দিক গাজী) ও মরহুমা নূরজাহান বেগমের কুলখানির আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে।

কুলখানিতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ জাহাঙ্গীর খান, বিএনপি নেতা তাহের সহ অন্যান্য আইনজীবী, জনপ্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী এবং মরহুমের আত্মীয়-স্বজন অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান)-এর মাতা নূরজাহান বেগম ২০১৫ সালের ৬ এপ্রিল ও বাবা ছিদ্দিক গাজী ২০২১ সালের ২১ নভেম্বর মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়