বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

চরমেয়াশায় জমজমাট জুয়ার আসর
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামে জমজমাট জুয়ার আসর বসছে। প্রতিদিন সন্ধ্যার পর এক শ্রেণির পেশাদার জুয়াড়ি জুয়া খেলে থাকে। এ জুয়ার আসরে প্রতিদিন লাখ টাকার জুয়া খেলা হয়। কোরবান ও তার সাথে ক’জন মিলে নদীরপাড়ে মন্দিরের নিকটে জুয়ার আসর বসায়। কোরবানসহ তার সাথে ক’জন প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। ক’বছর ধরে এ গ্রামে জুয়ার আসর চলে আসছে। গ্রামের চারপাশ নদী হওয়ায় রাতের বেলায় তো দূরে থাক দিনের বেলায়ও প্রশাসনের কেউ সেখানে না যাওয়ায় তারা কয়েকটি জুয়ার আসর বসিয়ে থাকে।

এ গ্রামটা এখন জুয়া খেলার জন্যে নিরাপদ স্থান।

এসব জুয়াড়ি সন্ধ্যার পর দক্ষিণ মৈশাদী দিয়ে নৌকা পার হয়ে চরমেয়াশা গ্রামে চলে আসে জুয়া খেলার জন্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ক’বছর ধরে কোরবানের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যার পরে জুয়ার আসর বসে থাকে। বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়ি এখানে জুয়া খেলতে আসে। প্রতিদিন লাখ টাকার জুয়া খেলা হয়। এ ব্যাপারে মোবাইল ফোনে কোরবানের সাথে কথা হলে তিনি বলেন, আমি জুয়ার আসর বসাই না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়