প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
![আজ ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ফরিদগঞ্জ থিয়েটার ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান](/assets/news_photos/2022/12/23/image-27506.jpg)
আজ ২৩ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে ‘ফরিদগঞ্জ থিয়েটার’ ও ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা থেকে শুরু হবে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার শিশু শিক্ষার্থীদের সংগীত ও আবৃত্তি সন্ধ্যা, সংগীত দলের সাথে থাকবে ৩ সদস্যের বাদক দল। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুর জেলার বেদে সাংস্কৃতিক দল, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশেষ পরিবেশনায় উপস্থাপিত হবে বিশেষ অনুষ্ঠান। এর আগে এদিন বিকেলে ফরিদগঞ্জ থিয়েটার ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা বিজয় দিবসের র্যালি নিয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। বিজয় দিবসের র্যালি শেষে সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবস উপলক্ষে র্যালিতে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।