প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় ইউপি সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার](/assets/news_photos/2022/12/23/image-27503.jpg)
কচুয়ায় ইউপি সদস্য মাসউদ হোসেন (৪৫) ও মেহেদী হাসান (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কান্দিরপাড় এলাকায় জনৈক জাকির হোসেনের বাড়ির সামনে থেকে তাদেরকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসউদ হোসেন গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও মেহেদী হাসান কান্দিরপাড় গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।