প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান মুরাদ খানের সুস্থতায় দোয়ানুষ্ঠান](/assets/news_photos/2022/12/23/image-27502.jpg)
চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর বাদ জোহর (ওয়্যারলেস) ইউসিসি’র মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ মোঃ আবুল কাশেম। এতে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কাশেম খান, পরিচালক মোঃ সেলিম খান, মোঃ জলিল সরকার, মোঃ কামাল হাজী, আমিনুর রহমান তপাদার, কাজী আব্দুল মান্নান এবং বিআরডিবি ও ইউসিসিএ’র কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুসল্লিগণ।