প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা](/assets/news_photos/2022/12/22/image-27469.jpg)
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচলনা করেছে জেলা প্রশাসনের একটি টিম। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১১টা ৪০ মিনিট হতে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত বাবুরহাট বাজারে মোঃ হেদায়েত উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯২ ধারায় ১ জনকে এবং ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৩৭ ধারায় ৩টি এবং একই আইনের ৫৩ ধারায় ৫টিসহ সর্বমোট ৯টি মামলার মাধ্যমে মোট ২১ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সরকারি কোষাগারে জমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত অভিযান চলাকালে একদল চৌকস পুলিশ টিম সহায়তা করেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।