বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

মাদক ব্যবসায়ী কর্তৃক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার হুমকি ॥ থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার দপ্তর সম্পাদক আনোয়ার আলম সোহেলকে স্থানীয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা হত্যার হুমকি দিয়ে তার বসতঘরে চুরি করার অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত এক অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ছোটসুন্দর ও আলগী পাঁচগাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঐ এলাকায় দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ করেন আনোয়ার আলম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট তাকে হত্যার হুমকি দিয়ে তার বসতঘরে রাতের আঁধারে চুরি করে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তাৎক্ষণিক এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশীদের নির্দেশে এএসআই তছলিম ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সসহ গিয়ে ঘটনার সত্যতা পান। এ বিষয়ে আনোয়ার আলম সোহেল গতকাল ২১ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, আনোয়ার আলম সোহেল চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৪ বারের সংরক্ষিত নারী সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মরহুমা আনোয়ারা বেগমের বড় ছেলে। এছাড়া আনোয়ার আলম সোহেল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়