বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

পালবাজার ব্যবসায়ীদের দুদিনব্যাপী আনন্দ উৎসব
স্টাফ রিপোর্টার ॥

মেসির আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজারের ব্যবসায়ীদের দুদিনব্যাপী আনন্দ উৎসব ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের এই উৎসব ঈদ কিংবা পূজার আনন্দকেও হার মানিয়েছে। জয়ের উন্মাদনায় সড়কে নেমে এসেছে সব শ্রেণী-পেশার মানুষ।

নিজেদের সমর্থিত দল চ্যাম্পিয়ন হওয়ায় ৮ শতাধিক ব্যবসায়ী ও সমর্থকের মাঝে সোমবার (১৯ ডিসেম্বর) রাতের খাবারের আয়োজন করেন ব্যবসায়ী নেতারা। এ সময় ব্যবসায়ীদের উৎসাহ যোগাতে তাদের সাথে সার্বিক সহায়তা করেন এবং উপস্থিত ছিলেন পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল রানা। দুইরাতে ব্যবসায়ী, এলাকাবাসী ও সমর্থকরা ব্যাপকভাবে আনন্দে মেতে উঠে ও শহরে বর্ণাঢ্য মিছিল করে শহর প্রদক্ষিণ করে। রাতে পালবাজার ও তার আশেপাশে আতশবাজি করে এবং নেচে গেয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায় ভক্তদের।

জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল দল জয়লাভের আনন্দে পালবাজারের ব্যবসায়ী নেতা হারুন-অর-রশিদ পাটওয়ারী, সফরউদ্দিন মোল্লা (মাস্টার), আকবর হোসেন গাজী, সঞ্জিব পোদ্দার, লিটন নন্দী, মোঃ সোহেল খান, শিবু সাহা, তপন সাহা, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম গাজী, হাবিবুর রহমান হাবিব খান, জাহাঙ্গীর বেপারী, মনু মিয়া, জসিম গাজী, মাহবুবুর রহমান মাহবুব তপাদার বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন। বিশেষ করে এই ব্যবসায়ীরা ৮০০ জনের রাতের খাবারের আয়োজন করেন।

আর্জেন্টিনা ফুটবল দল কাতারে প্রতিপক্ষ ফ্রান্স ফুটবল দলকে হারিয়ে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় ২ দিনব্যাপী আনন্দ উৎসব ও মিছিলের আয়োজন করেন উপরোক্ত ব্যবসায়ী নেতারা।

দুদিনব্যাপী এই আয়োজনে আরো সহযোগিতা করেন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম সেকুল, মিজানুর রহমান, জাকির হোসেন গাজী, নূর হোসেন, মোঃ রুবেল তপাদার, মমিন হাওলাদার, হুমায়ুন খান, রুবেল খান প্রমুখ।

গত রোববার রাতে চাঁদপুর শহরের পাড়া মহল্লা, মাঠে, ময়দানে সড়কের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার ভক্তদের বড় বড় পর্দায় খেলার ব্যবস্থা করে খেলা উপভোগ করতে দেখা যায় এবং তারা আনন্দ ও উল্লাসে মেতে উঠে। নিজ দল আর্জেন্টিনা জয়লাভ করায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পতাকা উড়িয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে আনন্দ উৎসব করে। তাদের এই উৎসব ঈদ কিংবা পূজার উৎসবকে হার মানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়