বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে আশার আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘আশার আলো’ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সাইন্টিফিক স্কুলে আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ, কেক কাটা, প্রতিযোগিতা ও আলোচনা সভা। তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন মঙ্গলবার সকলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়া আরমান দীপুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি নূরন্নবী নোমান।

অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যান অফিসার এমএ কাশেম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারায়ণ রবি দাস, সাইন্টিফিক স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসাইন, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মজুমদার, সাংবাদিক আবদুল কাদির, ইকরা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মোবারক হোসেন, আতিক হাসান ও রাশেদ পাটওয়ারী।

অতিথির বক্তব্যে বক্তারা বলেন, কিছু ছাত্র মিলে টিফিন খরচ থেকে কিছু টাকা জমিয়ে মানবতার জন্যে ভালোবাসার আদান প্রদানের মাধ্যমে যেই সামাজিক কাজগুলো করছেন, তা অবশ্যই অনুকরণীয়। তারা বিগত দিনের কর্মসূচি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়