প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকৃত সম্পত্তির দখল চেষ্টা](/assets/news_photos/2022/12/22/image-27463.jpg)
ফরিদগঞ্জে আদালত কর্তৃক নিষেধাজ্ঞাকৃত সম্পত্তির দখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রকাশ্য দিবালোকে এ নিয়ে দফায় দফায় মারামারি হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এই সম্পত্তি নিয়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা নিয়ে দিন কাটছে স্থানীয়দের। আদালত ও থানায় একাধিক মামলা-অভিযোগ থাকলেও সমস্যার সমাধান অদৃশ্য। বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ইতিপুর্বে সংবাদ সম্মেলন করেও মিলেনি প্রতিকার ভুক্তভোগীর। কারণ প্রতিপক্ষ সরকার দলীয় নেতার নিকট স্বজন।
জানা গেছে, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মোঃ ফয়েজ আহমেদ মৃধা ও তার পরিবার। দলিল মূলে কয়েকটি দাগে ৪৮.৬২ শতক জায়গার মালিক এবং এ পর্যন্ত দখলে থেকে ভোগ করে আসছেন।
ফয়েজ আহমেদ মৃধা জানান, প্রভাবশালী একটি চক্র, যাদের একজন মোশারফ হোসেন বাহার মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বাবুলের দাপট দেখিয়ে নিকট স্বজন আবুল কাশেম, দেলোয়ার হোসেন, লোকমান আমিন গং তাদের দলীয় প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টাসহ নিয়মিত হয়রানি করে আসছে।
কাগজমূলে সম্পত্তির মালিক হয়ে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হাত থেকে নিষ্কৃতি পেতে চাঁদপুর আদালতের শরণাপন্ন হলে আদালত ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)কে তদন্ত পূর্বক প্রতিবেদনের নির্দেশ দেন। কিন্তু ভূমি অফিস সরেজমিন তদন্তে প্রাপ্ত রিপোর্টের পরিবর্তে অন্য রিপোর্ট দেয় বলে তিনি জানান। গত মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে প্রতিপক্ষের লোকজন জমির উপর থাকা গাছগাছালি কেটে এবং তাদের মারধর করে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে তার ও তার ভাইয়ের উপর হামলা করে। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সর্বশেষ বুধবার (২১ ডিসেম্বর) সকালেও তারা হামলার শিকার হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বেশ ক’জন জানান, নালিসি সম্পত্তি শেখ ফরিদ গংয়ের ক্রয়কৃত জমি, দখলেও তারা রয়েছে। কিন্তু প্রভাবশালী প্রতিপক্ষের ক্ষমতার কাছে তারা হেরে যাচ্ছে। এ নিয়ে কয়েক দফায় অসহায় এ পরিবারটির উপর হামলা হয়েছে। এসব দেখে আমরা স্থানীয়রা দিন কাটাচ্ছি আতঙ্কে, কখন বড় ধরনের কোন্ ঘটনা ঘটে। আদালতের সঠিক তদন্ত ও বিচার ব্যবস্থাই পারে এর সমাধান করতে।
এ ব্যাপারে প্রতিপক্ষ লোকমান আমিনের ছেলে ওমর ফারুক জানান, আদালতে মামলা চলমান অবস্থায় ফয়েজ মৃধাদের দখলে থাকা ওই সম্পত্তি তারা দখলমুক্ত করেছেন।
ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুছ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।