প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক ও খ বিভাগে প্রতিযোগীরা নির্ধারিত দুটি কবিতা আবৃত্তি করেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের সমন্বয়কারী আশিক বিন রহিম ও ফাতেমাতুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক কেএম মাসুদ, সদস্য সচিব মুহাম্মদ ফরিদ হাসান, সমন্বয়কারী শরিফুল ইসলাম, সাইদ হোসেন অপু চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় ২টি বিভাগে মোট ৯ জন বিজয়ী হয়। ক বিভিগে বিজয়ীরা হলেন তাসপিয়া আক্তার (১ম), জিনিয়া ইসলাম (২য়), মুহতাদী শাফী (৩য়) ও ফারহানা ফিরোজ (অর্পা) (৪র্থ)।
খ বিভাগে প্রথম হয়েছে জান্নাতুল মাইশা, ২য় মারজান মোঃ সৌরভ, ৩য় (যৌথভাবে) মাহজাবিন জান্নাত ও নুসরাত জাহান সামিয়া এবং ৪র্থ মাহিয়া আক্তার।
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার চিত্রাংকন ও ২৪ ডিসেম্বর শনিবার নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪ দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।