বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

গরিব অসহায়ের মাঝে লবাইরকান্দী সমাজকল্যাণ সংসদের শীতবস্ত্র বিতরণ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে লবাইরকান্দী সমাজকল্যাণ সংসদের উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ২১ ডিসেম্বর লবাইরকান্দীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধান, লবাইরকান্দী সমাজকল্যাণ সংসদের সভাপতি আবু মুসা অনিক, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি নাজমুল আলম দিপু, সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ খাইরুল আলম, প্রচার সম্পাদক হেলাল সিকদার, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন শিকদার, সমাজসেবক অলি উল্লাহ দেওয়ান, আবু সাঈদ, সাকিব দেওয়ান, আব্দুল মান্নান বেপারী, ইব্রাহিম মোল্লা, ইসমাইল দেওয়ান, লিয়াকত আলী দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনের সভাপতি আবু মুসা অনিক জানান, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য গরিব, অসহায়, বঞ্চিত, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবনমান উন্নয়নের জন্যে কাজ করা। সেই সঙ্গে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখণ্ডকষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ‘লবাইরকান্দী সমাজ কল্যাণ সংসদ’। তারা প্রতি বছর শীর্তাত মানুষদের মাঝে এভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়