বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

অরবিস ইন্টারন্যাশনালের বার্ষিক কর্মপরিকল্পনা, রিভিউ ও রিফ্লেকশন সভা
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের আয়োজনে ১৭-১৯ ডিসেম্বর ঢাকায় ডুরীন হোটেল এন্ড রিসোর্টে বার্ষিক রিভিউ এন্ড রিফ্লেকশন সভায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশের বিশেষায়িত শিশু চক্ষু চিকিৎসা সেবা প্রদানকারী ২৫টি চক্ষু হাসপাতালের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারক ও কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। অরবিস ইন্টারন্যাশনালের ৪০ বছর পূর্তিতে বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনীর আহমেদকে হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অবৈতনিক সাধারণ সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া। এ সময় অরবিস ইন্টারন্যাশনাল এবং অরবিস বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ বার্ষিক সভায় ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনা প্রণয়নসহ বর্তমান প্রকল্প সমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অন্ধত্ব নিবারণের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশি^ক পরিকল্পনার আলোকে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আগামী ২০২৩ সালে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে অত্র অঞ্চলের শিশু অন্ধত্ব নিরসনে আরওপি প্রকল্প, ডায়াবেটিসজনিত চক্ষু রোগের চিকিৎসায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং ও চিকিৎসা প্রকল্প এবং প্রান্তিক অঞ্চলের চক্ষু রোগীদের ভিশন সেন্টার প্রকল্পের মাধ্যমে স্পল্পমূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশন বিষয়ক প্রকল্প বাস্তাবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের যুগোপযোগী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা অব্যহত রাখার জন্য অরবিস ইন্টার‌্যাশনালকে আন্তরিক ধন্যবাদ জানান। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ এবং ম্যানেজার এডমিনিস্ট্রেশন শামীম খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়