প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে শাহরাস্তি পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়](/assets/news_photos/2022/12/21/image-27430.jpg)
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেন শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। গত ১৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পুরাণবাজার বাতাসাপট্টিস্থ ব্যবসা প্রতিষ্ঠানে এক সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায়সঙ্গত সকল কাজে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, যুগ্ম প্রচার সম্পাদক কার্তিক সরকার, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমের তত্ত্বাবধায়ক রামচরণ সাহা রামু, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সহ-সভাপতি রঞ্জিত চন্দ্র দে হারাধন, উত্তম চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহরাস্তি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, মেহের গোপাল জিউড় আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।
জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে আগত নেতৃবৃন্দ পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সসহ ক’টি ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাদেরকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।