বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০

হিউম্যানিটিস অর্গানাইজেশনের বিজয় দিবস ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি ॥

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের আয়োজনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ঘিলাতলী একাদশ বনাম পাঁচঘড়িয়া একাদশ। জাতীয় সংগীতের মাধ্যমে ফুটবল খেলার শুভ সূচনা করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে ঘিলাতলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে পাঁচঘড়িয়া একাদশ। এর আগে ৬ টিমের নকআউট পর্বের খেলায় জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে উক্ত দুটি দল।

খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আহমেদ আলীর সভাপ্রধানে এবং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এবং হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ও নারায়ণপুর ডিগ্রি কলেজের সাবেক হিতৈষী সদস্য মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাংবাদিক সমির ভট্টাচার্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলম পান্না।

এ সময় উপস্থিত ছিলেন আশি^নপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ফয়েজুল আলম, যুবনেতা মোঃ সোহাগ বকাউল, মোঃ নূরে আলম, মোঃ সিরাজুল ইসলাম প্রধান প্রমুখ।

ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জিশান আহমেদ এবং ধারাবর্ণনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিতার্কিক হাসান মাহদি। এ সময় হিউম্যানিটিস অর্গানাইজেশনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়