প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
![অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকে মরছে জহির](/assets/news_photos/2022/12/21/image-27425.jpg)
অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকে মরছে জহিরুল ইসলাম মিজি (৪৫)। চিকিৎসা করাতে গিয়ে নিজের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি অনেক আগে বিক্রি করে দিয়েছেন, দিয়েছেন নিজের পালিত গরুটি পর্যস্ত। সবকিছু বিক্রি করে ইতঃমধ্যে চিকিৎসার্থে ব্যয় করেছেন। কোনো সম্বলই এখন আর নেই জহিরের। ছোট তিনটি সন্তান আর স্ত্রীকে নিয়ে অনেকটা কুলহারা সাগরের মতো অবস্থায় রয়েছেন। অন্তত স্বামীর চিকিৎসাটুকু করতে পারলে স্বামীকে নিয়ে কোনো রকমে দুইবেলা খেয়ে-দেয়ে বাঁচতে পারতেন বলে এখনও আশায় বুক বাঁধছেন জহিরুলের স্ত্রী কোহিনুর বেগম। জহিরুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা মিজি বাড়ির মৃত আঃ মালেক মিজির সন্তান।
কামরাঙ্গা বাজারের পশ্চিমে জহির মিজির বাড়ি। এলাকার হিসেবে বেশ ভালো একজন গৃহস্থ ছিলেন জহিরুল ইসলাম। পৈত্রিক সম্পত্তিতে নিজে চাষাবাদ করেছেন, গরু পালতেন, দুধ বিক্রি করতেন। স্ত্রী হাঁস- মুরগি পালতেন। গৃহস্থের কাজ করার পাশাপাশি জহির সংসারে স্বচ্ছলতা আনতে কিনেন ব্যাটারীচালিত অটোরিকশা। বেশ ভালো ছিলেন স্ত্রী আর ৩ সন্তানদের নিয়ে। কিন্তু বিধি বাম! ক্যান্সার নামক এক দুরারোগ্য ব্যাধি শরীরে বাসা বেঁধে ডালপালা যে ছড়াচ্ছে তা ঘুণাক্ষরে জানতে পারেননি। যখন জানলেন তখন অনেকটাই দেরি হয়ে গেছে। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে রেফার করেছেন। কুমিল্লা থেকে ঢাকা নিয়ে চিকিৎসা যে করাবেন সেই অর্থ এখন আর জহিরের পরিবারের হাতে নেই। বর্তমানে জহির একেবারেই বিনা চিকিৎসায় নিজ বাড়িতে ধুঁকছেন।
সরজমিনে কামরাঙ্গা মিজি বাড়িতে গিয়ে দেখা যায়, পুরানো একটি টিনের ঘরে ভাঙ্গা একটি চৌকিতে জীর্ণশীর্ণ দেহে শুয়ে আছেন। শরীরে মাংস বলতে কিছুই নেই। শরীরটা অনেকটাই কাঠ হয়ে গেছে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়েটি বাবার দেখভাল করছেন। ছোট দুটি ছেলে আপন মনে খেলাধুলা করছে। পুরো সংসার, স্বামী আর বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা করতে করতে দিন আর শেষ হয় না কোহিনুর বেগমের।
কোহিনুর বেগম জানান, স্বামীর অটোরিকশা, ঘরের গরু, কিছু সম্পত্তি বিক্রি করে হাজীগঞ্জ আর কুমিল্লায় শেষ করেছি। কিছু পরীক্ষা ঢাকা নিয়ে করিয়ে শেষ সম্বলটুকু আর আমার কাছে নেই। কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে রেফার করেছেন গত দুই মাস আগে। ঢাকা নিয়ে যে চিকিৎসা করাবো সেই সম্বলটুকু আমার কাছে নেই।
জহিরের চিকিৎসার জন্য কোনো হৃদয়বান ব্যক্তি বা দাতা প্রতিষ্ঠান সহায়তা করতে চাইলে জহিরুল ইসলাম মিজির বিকাশ ও নগদ একাউন্টের ফোন নাম্বার ০১৮১৩-৫৭৭৪৪৫ অথবা কোহিনুর বেগম, সঞ্চয়ী হিসাব নং ২০৫০৭৭৭০২০৬১০৬৭২৫, ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, শান্তির বাজার, এজেন্ট ব্রাঞ্চ, ফেণী-এ যোগাযোগ করতে পারেন।