প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![রতন সূত্রধরের পরলোকগমন](/assets/news_photos/2022/12/20/image-27386.jpg)
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের ছোট ভাই রতন সূত্রধর গত ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া পর দিন ১৭ ডিসেম্বর দুপুরে নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়। রতন সূত্রধর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের অধিবাসী। তার পিতা মৃত নগেন্দ্র চন্দ্র সূত্রধর। রতন সূত্রধর দাসাদী বড় সূত্রধর বাড়ির সার্বজনীন হরিসভা মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়। ডাসাদী বড় সূত্রধর বাড়ি সার্বজনীন হরিসভা মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।