বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০

সবাই স্ব স্ব অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখুন
নূরুল ইসলাম ফরহাদ ॥

প্রতিবছরের ন্যায় ব্যাপক আয়োজনে এবারও উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন পথের দাবির বিজয় দিবস। দু দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিলো খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আমাদের মধ্য থেকে দিন দিন দেশপ্রেম উঠে যাচ্ছে। এটা চেতনা পরিপন্থি। যে যাই বলুক, দেশ আমাদের। দেশের ক্ষতি হলে আমাদের সবারই ক্ষতি হবে। সবাইকে যার যার অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শত প্রতিবন্ধকতা মাড়িয়ে দেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, পথের দাবি নামের সাথে কাজের মিল আছে। সংগঠনের সামাজিক কাজ সত্যিই মুগ্ধ করে আমাকে। প্রত্যন্ত অঞ্চলের একটি সংগঠন হয়েও চমৎকার এবং সুশৃঙ্খল অনুষ্ঠান করেছে। তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।

১৭ ডিসেম্বর সন্ধ্যায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সাঈদুর রহমান রাসেদ। তারেকুর রহমান তারুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জিএস তসলিম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শাহজাহান কবির, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক আহ্বায়ক মোঃ অহিদ পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন খান প্রমুখ।

ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামে পথের দাবির কার্যক্রম। সংগঠনটি বিজয় দিবসের এই অনুষ্ঠান টানা ১৩ বছর করে আসছে। প্রতিবছরই দু’দিনব্যাপী অনুষ্ঠান হয়ে আসছে। ১৬ ডিসেম্বর সকালে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ মাহাফুজুল হক।

ক্রীড়া প্রতিযোগিতার ৩০টি ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিলো : দৌড়, লং জাম্প, কলা গাছে উঠা, পুকুরে হাঁস ধরা, পাতিল ভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো দেশের গান, নৃত্য ও অভিনয়।

সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। যাদের অবদানে অনুষ্ঠান সফল তাদের মধ্যে অন্যতম পথের দাবির সভাপতি ইমাম মেহেদী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিন, উপ-পরিচালক ফরহাদ হাজী, যুগ্ম সম্পাদক মিলন, সোহাগ, নাসিম, রাসেল, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য সিয়াম সালমান, সাদ্দাম ও এসহাক।

খেলা পরিচালনায় ছিলেন সোহেল হাজী ও আবুল কাসেম, মাসুদ চৌকিদার, আতিফ রায়হান, সামির, শামিম, ইয়াছিন, সাজ্জাদ, ওমর, ইভান ও সৈকত। বিভিন্ন প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্রসহ অনুষ্ঠানে প্রায় ১৪৩টি পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়