বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আঃ মান্নান ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় শুভেচ্ছা বিনিময়কালে ওসি আঃ মান্নান বলেন, আমি যেখানেই কাজ করেছি চেষ্টা করেছি লোকজনকে সেবাদানের জন্যে। ভালো কাজ করতে পারলে অবশ্যই মানুষ মনে রাখবে, আমি এখান থেকে চলে যাওয়ার পরও। আপনারা যারা গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন, তারা সমাজের ভালোমন্দ সবকিছ্ইু জানেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনী যখন কোনো ঘটনার তদন্ত করি, আপনারাও ওই ঘটনাগুলোর ছায়া তদন্ত করেন। তাই আপনাদের সাথে আমাদের কাজের মিল রয়েছে। আশা করছি আমরা সকলে মিলে ফরিদগঞ্জবাসীর কল্যাণে ভালো কিছু করার চেষ্টা করবো।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উল্ল্যা আমান, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়