প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে বিজয় দিবসের আলোচনা সভা](/assets/news_photos/2022/12/20/image-27382.jpg)
১৮ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চাঁদপুর সদর উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল। নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, সচিবের একান্ত সচিব রাকিব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও চাঁদপুর সদরের এসিল্যান্ড। সদর উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দৈনিক চাঁদপুরজমিন ও দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন, সদর উপজেলা নিরাপদ সড়ক চাই-এর উপদেষ্টা ডাঃ শেখ মহসিন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ পায়েল, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম, সদস্য বাবুল মোল্লা, তাহের কবিরাজ, জেলা কমিটির সদস্য মাওলানা জাকির হোসেন হিরু, উপদেষ্টা আব্দুল কাদের, সদস্য শাহনেওয়াজ সুজন, নজরুল ইসলাম গাজী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি হাসানুজ্জামান কল্লোল ও বিশেষ অতিথিবৃন্দ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং তার প্রশংসা করেন। দাতব্য চিকিৎসালয় এখানে অন্যতম বলে সচিব মন্তব্য করেন। এছাড়া তিনি পত্রিকা অফিস পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হাসানুজ্জামান কল্লোলকে ক্রেস্ট তুলে দেন জাতীয় নিরাপদ সড়ক চাই-২২ উদযাপন কমিটির সদস্য সচিব ও নির্বাহী কমিটির সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন ও সদস্য সচিব পায়েলসহ অন্যরা।